ইট বালি
নূরুল ইসলাম নূরচান
তোরা সবাই দে জোরে হাততালি
তার মুখের ভেতর ঢুকিয়ে দেই
ইট পাথর আর বালি
হারামজাদা হা কর?
কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করে
সে এখন দরবারে বসে আবার করে তালিবালি
এতদিন ঠকে আসা মানুষজন
এখন তোর মুখে দেবে চুনকালি।
হারামজাদা হা কর!
তোর মুখে ঢুকিয়ে দেই
ইট বালি আর কাকর
হা কর, হা কর!