পিতার হাজারী // আনোয়ার হোসেন
রাগ করে ভুলে গেছ
লও না বাপের খোঁজ ।
মা যে তোদের কেঁদে হয়রান
রাখলে না তার খবর ।
ভুল ভাঙ্গলে কাঁদবে নয়ন
মুছবা চোখের জল ।
ব্যথা ভরা মন যে আমার
চোখ ছল ছল ।
বুকে আমার ব্যথার পাহাড়
কার বা কাছে কই ।
ধৈর্য ধরে বেঁচে আছি
জানে না তো কেউ ।
একটু খানি ভুলের তরে
অনেক ক্ষতি হয় ।
ভুলটাকে মেনে নিলে
কারো ক্ষতি নয় ।
ভুলটাকে করলে ক্ষমা
নিজের লাভ হয় ।
ক্ষমা করা মহৎ গুন
এতো মিথ্যা নয় ।
বুঝ যদি ক্ষমা ভালো
ক্ষমা করে দিও ।
ব্যথার পাহাড় দুর হবে
একবার দেখতে এসো ।
অশ্রু ভরা নয়ন আমার
তোমাদের কে খোঁজে ।
সময় পাইলে ফোন দিও
ভাবী বসে লাজে ।
বাবা মায়ের ভুল ধরা
মোটেই ঠিক নয় ।
যাহা আছে নসীবেতে
এমনিতে হয় ।