♦আলো রিপোর্ট♦
দলীয় শৃঙ্খলা ভঙ্গের ধায়ে আওয়ামীলীগের বহিষ্কৃত নেতা ও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান নাদিম সরকার কে থানা থেকে ছাড়ািয়ে আনতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবিদ হাসান জজ মিয়া। তিনি উপজেলার চত্রধা ইউনিয়নের পুবেরগাঁও গ্রামের মজি মিয়ার ছেলে।
জানাগেছে, সাবেক আওয়ামীলীগ নেতা ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান নাদিম সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারী) থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে তাকে। আটক হওয়ার খবর পেয়ে থানা থেকে ছাড়াতে রাত ১০ টায় জজ মিয়া যান থানায়। থানা হাজতে আটক থাকা নাদিম সরকারের সাথে দেখা করে কথা বলতে চান জজ মিয়া। কিন্তু ডিউটিতে থাকা পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে দেন বাধা। পরে ক্ষিপ্ত হয়ে জজ মিয়া পুলিশকে মারধর করার সময় থানা পুলিশ জজ মিয়াকে আটক করে।এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেন। মামলা নং-১১/২৫ ধারা ১৮৬/১৮৯/ ৩৩২ /৩৫৩ পেনাল কোড।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।