স্বাধীনতা দিবস,
রচনায় :আনোয়ার হোসেন
২৬শে মার্চ,স্বাধীনতা দিবস
আমরা সবাই জানি।
স্বাধীনতা কিভাবে এলো,
একটু এবার শুনি ।
৩০ লাখ লোক শহীদ হলো
রক্তের বন্না বয়ে গেল,
দুই লাখ মা ও বোনের ই্জ্জত গেল,
বীরঙ্গনা বেসে বেচে রইল।
ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এল,
স্বাধীনতার মৃল্য কতো ভেবে দেখো একবার ।
বাঙ্গালী জাতির শ্রেষ্ট অর্জন
মহান স্বাধীনতা ।
স্বাধীনতার নায়ক যিনি মরেও অমর হয়ে,
সবার অন্তরে আছেন তিনি ।
তাঁরই নাম মহানায়ক শেখ মজিবুর রহমান।
অগনিত মানুষের সীমাহিন কষ্ঠের স্বাধীনতা।
স্বাধীনতা তোমার আমার সবার বাংলা দেশ ।
স্বাধীন দেশের নাগরিক মোরা স্বাধীন ভাবে আছি
মনের সুখে স্বাধীন বলি মনের সুখে হাসি।
স্বাধীনতার গর্ব মোদের স্বাধীন ভাবে চলি
মনের সুখে ছবি আঁকি বাংলামায়ের হাসি।
স্বাধীনতার গান গাহিতে মোদের লাগে ভালো
অনেক কষ্টের স্বাধীনতা রক্ত দিয়ে লিখি।
স্বাধীন দেশের নাগরিক মোরা
মায়ের ভাষায় লিখি ।
স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা দিয়েছে প্রাণ
তাদের কাছে ঋণী মোরা থাকবো চিরকাল,।
স্বাধীনতার ডাক দিয়েছেন যিনি,
পর পারে গেছেন তিনি,
আমাদের করে চিরঋণী
স্বাধীনতা করতে রক্ষা করলাম আমরা পন
জীবন দিয়ে ধরে রাখব স্বাধীনতা মোদের ধন।
স্বাধীনতার লাল পতাকা ধরছি যখন হাতে
স্বাধীনতা করতে রক্ষা
কেউ পড়বো না পাছে
স্বাধীনতার গানে মধু গাইতে লাগে ভালো,
স্বাধীনতার দিনটা এলে
সবার বুকে বাজে ।