নরসিংদীর শিবপুর আসনে সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিরাজুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী ফেরদৌসী ইসলাম.
আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:::
আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত্ব জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর শিবপুর আসনে অংশ গ্রহণ করতে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা ঊৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন। মোট নয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন। এদের মধ্যে স্বামী ও স্ত্রী রয়েছেন।
আজ শেষ দিনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং শিবপুর উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা, তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসী ইসলাম, জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান, ইসলামী ঐক্যফ্রন্টের মো: নূরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির ডা. মো: আফতাব হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মিরানা জাফরিন চৌধুরি,তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ, স্বতন্ত্র প্রার্থী মো: মাসুম মৃধা।