আলো রিপোর্ট:
আজ বুধবার ( ২০ এপ্রিল) বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচীব মির্জা ফকরুল ইসলাম আলগীর।অনুমোদন দেওয়া ২৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে স্বাস্থ্য সম্পাদক হিসেবে ঠাঁই পেয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর গ্রামের ডাক্তার মো: আশরাফুল হাসান মানিক।এর আগে তিনি বাংলাদেশ ডাক্তার এসোসিয়েসন ( ড্যাব) এর নির্বাহী সদস্য হিসেবে কাজ করেছিলেন।নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক সুলতান উদ্দীন মোল্লা ছেলে তিনি।এ ছাড়াও তার ভাই মিন্টু বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
এ ব্যাপারে শিবপুরের আলো ২৪ ডট কম’র পক্ষ থেকে যোগাযোগ করলে পরিবার সূত্র জানায়, আমাদের পরিবারের সবাই বিএনপি করে। বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটিতে আমাদের পরিবারের সদস্য রয়েছে।বিএনপির জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। ফলে আমাদের কে মূল্যায়ন করার জন্য বিএনপির হাই কমান্ড কে ধন্যবাদ।