নরসিংদির শিবপুরের গাবতলী এলাকা থেকে ৩০ কেজি গাজাঁসহ মহিলা মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করছে শিবপুর থানা পুলিশ। মামলা সুত্রে জানা যায় ব্রাম্মনবাড়িয়া জেলা হতে শিবপুর মডেল থানায সংবাদ দিলে টহলরত পুলিশ মাইক ৪ এস আই মোক্তার হোসেন সবুজ রঙের প্রাইভেটকারটি সিগনাল দিলে গাড়িটি না থামিয়ে মহাসড়ক হতে ছোট রাস্তায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এক পর্যায়ে চালক গাড়িটা থামিয়ে পালিয়ে যায়। এস আই মোক্তার হোসেন তাৎক্ষণিক গাড়িতে থাকা তাসমিয়া রশিদ নো়ভা নামে এক নারীকে ৩০ কেজি গাজাঁসহ আটক করেছে। নোভার বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলার সদরের ৫ নং ওয়ার্ডের কাজিপাড়ার ৫১১ নং বাসার হারুনুর রশিদ ও মনোয়ারা বেগমের মেয়ে। এ বিষয়ে মডেল থানায় মাদকদ্রব্য আইনে ২৫ আগস্ট মামলা হয়েছে। মামলা নং ১৫।