গত বছরের ১১ ফেব্রুয়ারী কোমরে রশি বেধে এভাবেই কোর্টে প্রেরণ করা হয় আবু সালেক রিকাবদার কে। ৬ দিন জেল হাজতে থাকার পর ১৬ ফেব্রুয়ারী আদালত জামিন দেয়। আজ সকালে তাকে পূনরায় গ্রেফতার করা হয়েছে।বর্তমানে বিএনপির এই প্রভাবশালী নেতা জেল হাজতে রয়েছেন।
আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:::
বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার কে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকা মনোহরদী সড়কের শিবপুর কলেজ গেইড এণাকা থেকে গ্রেফতার করা হয় বিএনপির এই প্রভাবশালী নেতাকে। এ সময় তিনি নির্বাচন বর্জন লেখা লিফলেট বিতরণ করতে ছিলেন। এর আগেও গত বছরের ১০ জানুয়ারী শিবপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে ছিল। ছয় দিন জেল হাজতে থাকার পর আদালত তাকে জামিন দেয়।
পুলিশ সূত্রে জানাগেছে, ’সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় শিবপুর কলেজ গেইট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে আগের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা তাকে। হয়েছে। তার বিরুদ্ধে আগে তিনটি মামলা রয়েছে। গত ২রা নভেম্বর দায়ের করা মামলা সহ মোট তিন টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।