সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষ
আনোয়ার হোসেন
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষ
মানুষ মানুষের জন্য ।
শ্রষ্ঠা কিন্তু বিরাজ করে
মানুষের কল্যানের জন্য ।ক
মানুষ হইয়া মানুষ মারো
উড়াও রঙ্গের ফাণুষ ।
শ্রষ্ঠা যেদিন ধরবে তোমায়
থাকবে না কোন হুষ ।
শ্রষ্ঠাকে ভাব শ্রষ্ঠাকে বুঝ
জীবন করো সুন্দর ।
পরকালের শান্তির জন্য
তৈয়ার করো অন্তর ।
অন্তর ভালো যার
সব ভালো তার ।
ভালো মন্দ সব কিছুই
অন্তরের দাবীধার ।
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হইয়া
জ্ঞান গরিমায় চলো ।
মৃত্যুর পরে জব্বা দিবার
কিবা আছে বলো ।
জ্ঞানী তুমি গুনি তুমি
সব যে শ্রষ্ঠার দান ।
সঠিক পথে না চলিলে
হারিয়ে যাবে মান ।
মানস্মান সব শ্রষ্ঠার দেওয়া
করো না বাহাদুরী ।
এক পলকে চুরমার হবে
তোমার ছলচাতুরী ।
হিসাব করে জীবন চালাও
শ্রষ্ঠার নিয়ম মেনে ।
পরকালে পাবে শান্তি
অনন্ত কালের সনে ।