ঘুম
রবিউল হাসান
ঘুম পাচ্ছে – দুটি চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছে,
হারিয়ে যাচ্ছে আমার চোখ থেকে
পৃথিবীর মায়া।।
দূরে নিলাদ্রির বুকে
সূর্যের শেষ আভা —
আমায় দেখছে সকরুণ।।
এই পৃথিবীর মোহ –
ভালোবাসার শেষ রঙটুকু
বিদ্রোপের চাহনিতে
আমায় ভাসিয়ে দিচ্ছে।।
কতো কথা —-!!
আমার দৃষ্টি পানে, দৃষ্টি দিচ্ছে।
কতো প্রেম! কতো স্নেহ!!
আমার মুখপানে চেয়ে আছে।।
সন্ধ্যা নামে নিলাদ্রির বুকে
এই দুটি চোখ চাইলনা আর
কারও পানে ——।