• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

সাহিত্য পাতা :: ঘুম :: রবিউল হাসান

admin / ৩৩০ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

 

ঘুম

রবিউল হাসান

ঘুম পাচ্ছে – দুটি চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছে,
হারিয়ে যাচ্ছে আমার চোখ থেকে
পৃথিবীর মায়া।।

দূরে নিলাদ্রির বুকে
সূর্যের শেষ আভা —
আমায় দেখছে সকরুণ।।

এই পৃথিবীর মোহ –
ভালোবাসার শেষ রঙটুকু
বিদ্রোপের চাহনিতে
আমায় ভাসিয়ে দিচ্ছে।।

কতো কথা —-!!
আমার দৃষ্টি পানে, দৃষ্টি দিচ্ছে।
কতো প্রেম! কতো স্নেহ!!
আমার মুখপানে চেয়ে আছে।।

সন্ধ্যা নামে নিলাদ্রির বুকে
এই দুটি চোখ চাইলনা আর
কারও পানে ——।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category